নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে খুশি ব্যক্ত করলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। পাশাপাশি আম আদমি পার্টিকে কটাক্ষ করে অনিল ভিজ বলেছেন, এএপি-র পরাজয় মিথ্যার রাজনীতির অবসান ঘটাবে। শনিবার হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ আম্বালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে চলেছে। এএপি-র পরাজয় মিথ্যা, প্রতারণার রাজনীতির অবসান ঘটাবে। দিল্লির বুদ্ধিমান জনগণ একটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে, যে আমাদের দেশে কংগ্রেস শূন্য।”অনিল ভিজ আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নাম জ্বলজ্বল করছে এবং এএপি ও তাঁদের নেতাদের পরাজয়ের পরে, মিথ্যা, জালিয়াতির রাজনীতির অবসান হয়েছে। দেশের রাজনীতি শুদ্ধ হচ্ছে, দিল্লির বুদ্ধিমান মানুষজন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন।”
২৭ বছর পর দেশের রাজধানীতে প্রত্যাবর্তনের পথে বিজেপি। ১৯৯৮ সালে শেষ বার তারা দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তার পর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। ২০১৩ সালে প্রথম বার ক্ষমতায় আসে এএপি। আর ২০২৫ সালে ফের দিল্লির দখল নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি।