নিউজ ডেস্ক: রায়পুর, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় শুক্রবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত আরও ৫ জন। এক পুলিশ আধিকারিক জানান , মহাসমুন্দের পাতেওয়া থেকে ওডিশা গিয়েছিল বরযাত্রি সহ পিকআপ ভ্যানটি। ফেরার পথে নরতোরার কাছে টায়ার ফেটে নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৫ জন চিকিৎসাধীন।