নিউজ ডেস্ক: দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে শেষ পর্যন্ত জিতলেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) নেত্রী অতিশী মার্লেনা। শেষ রাউন্ড পর্যন্ত রমেশ বিধুরীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে তাঁর। কালকাজি আসনে বিজেপির রমেশ বিধুরী এবং কংগ্রেসের অলকা লাম্বাকে হারিয়ে দিয়েছেন অতিশী।
এই জয়ের পর কালকাজি কেন্দ্রের জনতাকে ধন্যবাদ জানিয়েছেন অতিশী। তিনি বলেছেন, “আমার প্রতি আস্থা রাখার জন্য আমি কালকাজির জনগণকে ধন্যবাদ জানাই। আমি আমার দলকে অভিনন্দন জানাই যারা ‘বাহুবল’-এর বিরুদ্ধে কাজ করেছে। আমরা জনাদেশ মেনে নিয়েছি। আমি জিতেছি, কিন্তু এটা উদযাপন করার সময় নয় বরং বিজেপির বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালিয়ে যাওয়ার সময়।”