নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশে দিনকয়েক আগে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরী। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ, ১ ফেব্রুয়ারি রাতে মধ্যপ্রদেশের সঞ্জয় নগরের কাছে বসবাসকারী এক প্রতিবন্ধী কিশোরীকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। সেখানে তাঁর শ্লীতলাহানি করা হয় বলে অভিযোগ।
এক পুলিশ আধিকারিক জানান, এখনও অভিযুক্তের সন্ধান মেলেনি। এই ঘটনায় পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। নির্যাতিত কিশোরীকে ভোপালের কমলা নেহরু হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।