নিউজ ডেস্ক: সোমবার শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ শুরু হবে সকাল ১০টা থেকে এবং ১১:১৫-র পরে প্রবেশ করা যাবে না। ১০:৪৫-এ প্রশ্নপত্র বিতরণ করা হবে। ১১টা থেকে উত্তর লেখা শুরু করতে হবে। তবে প্রথম ১২:১৫-এর আগে এবং ১টার পরে পরীক্ষার হল থেকে কেউ বের হতে পারবে না। লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
এবছর পশ্চিমবঙ্গের লক্ষাধিক পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে। তাই পরীক্ষার আগে জেনে রাখুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মাধ্যমিক পরীক্ষায় কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে বসলে বাতিল হবে খাতা। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার প্রশ্নফাঁস ও টোকাটুকিভ রুখতে কড়া নজরদারি চালানো হবে।
পরীক্ষা হলে কড়া বিধিনিষেধ
পরীক্ষা কেন্দ্রে কোনও পরীক্ষার্থী যদি মোবাইল বা অন্য কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে আসে, তবে তার পরীক্ষা বাতিল হবে। টয়লেটেও বিশেষ নজর রাখা হবে, কারণ পরীক্ষার্থীদের মধ্যে সেখানে গ্যাজেট লুকিয়ে রাখার প্রবণতা রয়েছে। কোনও অভিভাবককে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পর্ষদের বিশেষ টিম নিয়মিত নজরদারি চালাবে।