মন্দিরনগরীই বিষ্ণুপুর। আর এই বিষ্ণুপুর শহরের মন্দিরগুলিতে রয়েছে অতীতের স্থাপত্য ভাস্কর্য ও পোড়ামাটির নিদর্শন। বিষ্ণুপুর থেকে কয়েক কিলোমিটার গেলেই দেখা মেলে বাঁকুড়ার অন্তর্গত এই পোড়ামাটির গ্রাম পাঁচমুড়ার। পুরানো বর্ধিষ্ণু ও টেরাকোটা শিল্পীদের গ্রাম বলেও খ্যাত এই পাঁচমুড়া। খাতড়া মহকুমার তালড্যাংরা ব্লকের পাঁচমুড়া ‘টেরাকোটা’ গ্রাম নামেও স্বীকৃতি পেয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে মৃৎশিল্পীদের গ্রাম হিসেবেও ডাকা হয় তালডাংরার এই পাঁচমুড়া গ্রামকে।