নিউজ ডেস্ক: সোমবার শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু রাজ্য প্রশাসন। এক দিকে পর্ষদ এবং কলকাতা পুলিশের তরফে তাদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। অন্য দিকে, পরীক্ষার্থীদের কথা ভেবে রাস্তায় নামানো হচ্ছে অতিরিক্ত সরকারি বাস। অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে তৈরি থাকছে হাসপাতালগুলিও।
পরীক্ষার সময় যা যা করতে হবে–
স্বচ্ছ রাইটিং বোর্ড ব্যবহার করা বাধ্যতামূলক, যাতে খাতা দেখা সহজ হয়
সাধারণ ঘড়ি পরা যাবে, তবে স্মার্টওয়াচ নিষিদ্ধ ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে
শুধুমাত্র ডট বলপেন ব্যবহার করতে হবে। নতুন পেনের পরিবর্তে আগেই ব্যবহৃত পেন নেওয়া ভাল
খাতার চারপাশে মার্জিন দিতে হবে এবং অতিরিক্ত খাতার পৃষ্ঠার সংখ্যা লিখতে হবে
ম্যাপ ও গ্রাফ পেপার মাঝখানে বাঁধতে হবে, যেন আলাদা হয়ে না যায়
প্রশ্ন পাওয়ার পর প্রথম ১০ মিনিট পরিকল্পনা করতে হবে এবং বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে আগে ভাল জানা উত্তর লেখা উচিত
পরীক্ষার আগের দিন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন, পেন্সিল, স্কেল ইত্যাদি গুছিয়ে নেওয়া উচিত
পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যা সচল থাকবে ২৪ ঘণ্টাই। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে, সেগুলি হল– ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসে ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ বা ৮২৪০৭৫৬৩৭১ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা সংশ্লিষ্ট নম্বরগুলিতে যোগাযোগ করে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত সহযোগিতা পাবেন বলে জানিয়েছে পর্ষদ।