নিউজ ডেস্ক: কঠোর নিরাপত্তার মধ্যে ১০ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষা শুরু হচ্ছে। এবার মাধ্যমিকে ৯ লক্ষ ৮৪ হাজার ৯৫৩ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্রী ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন, ছাত্র ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন।
রাজ্য প্রশাসন এবং মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পরীক্ষার দিনগুলিতে রাস্তায় থাকবে অতিরিক্ত সরকারি বাসও। সকাল ৮টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ৪৫ মিনিট পর্যন্ত বিভিন্ন বাস চালানো হবে। যে সমস্ত রুটে যাত্রী সংখ্যা বেশি, সেখানে সকাল ৮টা ৪৫ মিনিট এবং ৯টা ১৫ মিনিট, এই দু’দফায় বাস ছাড়ার ব্যবস্থা থাকবে। অন্য জায়গায় বাস ছাড়বে সকাল ৯টায়।