নিউজ ডেস্ক: বিদায়বেলাতেও যেন চমক দিয়ে যাচ্ছে শীত। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তুষারপাত হতে পারে। আর সেদিকেই তাকিয়ে পাহাড়বাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।
এছাড়াও উত্তরবঙ্গের চার জেলায় আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও। বাকি জেলাতে হালকা কুয়াশা। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। সোমবার দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কিছুটা নিচে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে উষ্ণতার পারদ চড়তে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাড়বে কুয়াশার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।