নিউজ ডেস্ক: আজ, সোমবার থেকে শুরু রাজ্য বিধানসভার অধিবেশন। রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তাই এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার দুপুর দু’টোয় শুরু হবে এই বাজেট অধিবেশন। ১৭৫ নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হবে ৷ সাধারণত বাজেট অধিবেশনকে ধরা হয় বছরের প্রথম অধিবেশন ৷ কিন্তু গত বছরের শেষে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয় ৷ অধিবেশন পুরো শেষ করে দেওয়া হয়নি বলে এবার গতানুগতিক ১৭৬ নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ সম্ভব নয় ৷ ওই দিনই রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা করে সেদিনের মতো অধিবেশন শেষ হবে ৷
প্রথম দফার অধিবেশন চলবে আগামী ১৯ তারিখ পর্যন্ত। বাজেট অধিবেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিশেষ শোকজ্ঞাপন প্রস্তাব আসতে চলেছে ৷ গত শুক্রবার সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির কমিটির বৈঠক শেষে এ কথাই জানিয়ে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে স্মরণ করবেন শাসক ও বিরোধী উভয়পক্ষের বিধায়করাই ৷ বাজেট পেশ হবে বুধবার ১২ ফেব্রুয়ারি ৷