নিউজ ডেস্ক: তৈরি হওয়ার বছর দুয়েকের মধ্যেই ভেঙে গেল আত্রেয়ী নদীর বাঁধের একাংশ। নদীর বাঁধের কাছে নামার সিঁড়ি উল্টে গিয়েছে। রবিবার রাতে বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি হয়েছিল বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
আত্রেয়ী নদীর বাঁধের একাংশ ভেঙে পড়ার ঘটনায় উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে সুকান্ত লিখেছেন, “মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমার্থক! বছর দুয়েক আগে বালুরঘাটে আত্রেয়ী নদীর উপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও বিপর্যয়। আকস্মিকভাবেই সেই ড্যামও ভেঙে গেল। ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। মুখ্যমন্ত্রীর রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রতিষ্ঠানিক লুঠ চলছে, তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তাঁর লুঠের সরকারও ভেঙে গুঁড়িয়ে দেবেন।”