নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে, সোমবার কলকাতার একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। তিনি আশ্বাস দিয়েছেন, কলকাতা পুলিশ পরীক্ষার্থীদের পাশে রয়েছে। নগরপাল মনোজ কুমার বর্মা বলেছেন, “কলকাতা পুলিশ এলাকায় ১১৮টি জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ৩৭,৪০০ জনেরও বেশি পরীক্ষার্থী রয়েছে। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র স্থানান্তর করা হয়েছে। আমরা সমস্ত পরীক্ষা কেন্দ্রে বিস্তারিত ব্যবস্থা করেছি, যার মধ্যে ইউনিফর্ম এবং সাধারণ পোশাকে পুলিশ কর্মী রয়েছে, মহিলা অফিসারদেরও মোতায়েন করা হয়েছে।”
নগরপাল মনোজ কুমার বর্মা আরও বলেছেন, “নদীর ধারে বিভিন্ন ঘাটেও আমরা ব্যবস্থা করেছি। আমরা নিশ্চিত, পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমরা শিক্ষার্থীদের জন্য একটি হেল্পলাইন নম্বর শুরু করেছি – ৯৪৩২৬১০০৩৯।”