নিউজ ডেস্ক: “এ শুধু দেখনদারি, মানুষকে বোঝাবার চেষ্টা যে আমি শুধু মুসলমানের ভোটের ভরসায় বসে নেই, এই দেখ, উন্নয়নও করছি !”
সদ্যসমাপ্ত শিল্প সম্মেলন নিয়ে সোমবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। উপহাস করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “ভাবা যায়, পশ্চিমবঙ্গের সত্তরোর্ধ্ব মুখ্যমন্ত্রী ইস্কুল-কলেজের কচি মেয়েদের মত জাঁক করে বলছেন (তাও আবার অপরূপ ইংরেজিতে) আমি লন্ডনের সব রাস্তা চিনি, হেঁটে হেঁটে ঘুরেছি! আর দেশ-বিদেশের আমন্ত্রিত শিল্পপতিরা মুখে ধন্য ধন্য করছেন, মনে মনে হেসে পেট ফাটাচ্ছেন ! এই রাজ্যে বিনিয়োগ করবেন এই সব পোড়-খাওয়া ব্যবসায়ীরা ?
বাস্তবটা কি ? মমতাও খুব ভাল জানেন এই শিল্পপতিদের পাগলা কুকুরে কামড়ায় নি যে তারা এই তোলাবাজির রাজত্বে বিনিয়োগ করবেন ।”