নিউজ ডেস্ক: সোমবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনেই মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল আসানসোলের কুলটির দুই ছাত্রী। বিষয়টি নজরে আসতেই এগিয়ে আসে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।
এরপর কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের উদ্যোগে ওই দুই ছাত্রী নিজেদের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে বসতে পারে।
দুই ছাত্রী গঙ্গা বাউরি এবং চন্দনা বাউরির অ্যাডমিট কার্ড ভুলে যাওয়ার বিষয়টি জানতে পারেন কুলটি ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় মণ্ডল। এরপর তিনি এবং এ এস আই স্বপন রজক দুজনে মিলে গাড়ি ও মোটরবাইক করে দুই ছাত্রীকে বাড়ি নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসে।
চন্দনা বাউরি বরাকরের চুনগাড়ি বরাকর এলাকার বাসিন্দা এবং গঙ্গা বাউরি আসানসোলের কাঁকরশোল এলাকার বাসিন্দা। শেষমেশ ট্রাফিক গার্ডের সহায়তায় দুই ছাত্রী নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে শেষ পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে বলেই জানা গিয়েছে।