নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথেই বড় দুর্ঘটনা। বাইকের দুর্ঘটনায় আহত হলো দুই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। আহত হন বাইক চালকও। আহত তিনজনকে নিয়ে যাওয়া হয় অশোকনগর সবদালপুর গ্রামীণ হাসপাতালে। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে পাঠানো হয়।
সূত্রের খবর অনুযায়ী, আহত দুই পরীক্ষার্থীর চিকিৎসা হয় গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের চেষ্টায় হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয় আহত দুই ছাত্রীর।
জানা গিয়েছে, দুই ছাত্রীর বাড়ি অশোকনগর দাতারী মণ্ডল হাট এলাকায়। তারা গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী। রাজিবপুর স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। অশোকনগর থানার রাজিবপুর গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর কাঠ মিল এলাকায় বাইকের সঙ্গে মুখোমুখি এই সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে সবদালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।