নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি, বুধবার প্রয়াগরাজের মহাকুম্ভে তৃতীয় পুণ্যস্নান। ওই দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা যাবেন মহাকুম্ভে। পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই কথা মাথার রেখে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। রেলের প্রস্তুতি সম্পর্কে উত্তর রেলওয়ের সিপিআরও হিমাংশু শেখর বলেছেন, “প্রয়াগরাজের সমস্ত ৮টি স্টেশনই যাত্রীদের সুবিধার জন্য সম্পূর্ণ সজ্জিত। গতকাল উত্তর রেলওয়ে দ্বারা ৫০টিরও বেশি ট্রেন পরিচালনা করা হয়েছে। আজ ২০টিরও বেশি ট্রেন চালানো হয়েছে। দর্শনার্থীদের গতিবিধি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। রেল স্টেশনগুলিতে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।”
সিপিআরও সেন্ট্রাল রেলওয়ের স্বপ্নীল নীলা বলেছেন, “সেন্ট্রাল রেল যাত্রীদের জন্য অনেক বিশেষ ট্রেন চালাচ্ছে, আজ চেন্নাই থেকে বেনারসগামী একটি ট্রেন সেন্ট্রাল রেলওয়ে দিয়ে যাবে, অনেক যাত্রী এর সুবিধা পেতে পারেন। এর সাথে প্রয়াগরাজ এবং সেই এলাকায় ১৬টি ট্রেন সেন্ট্রাল রেলওয়ে দ্বারা চালানো হচ্ছে। এসব স্টেশনে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমরা সকল যাত্রীদের অনুরোধ করছি, দয়া করে কোনও গুজবে কান দেবেন না। এই বিষয়ে সঠিক তথ্যের জন্য কেন্দ্রীয় রেলওয়ে এবং ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন।”