নিউজ ডেস্ক: রাজস্থানের জয়পুর জেলার রেনওয়াল থানা এলাকায় সোমবার সকালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় দুই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
মৃত মহিলাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় উভয় গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্রেনের সাহায্যে গাড়িগুলিকে রাস্তার পাশ থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।এক পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনাটি চৌমু-রেনওয়াল সড়কের হরসোলি ইঁটভাটার কাছে ঘটেছে। আহতদের চিকিৎসা চলছে।