নিউজ ডেস্ক: ছাদ থেকে পা পিছলে পড়ে গুরুতর জখম হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। আহত পরীক্ষার্থীর নাম – শাবনুর বিশ্বাস। পরিবার সূত্রের খবর, এদিন সকালে সে ছাদে জামাকাপড় তুলতে গিয়েছিল। তাড়াহুড়োতে আচমকা পা পিছলে ছাদ থেকে সোজা নীচে পড়ে যায় শাবনুর। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই সে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তার মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। তবে তার অবস্থা স্থিতিশীল। কিন্তু বেশ আপাতত বেশ কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে। ফলে এবছর শাবনুরের আর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হবে না। এই ঘটনায় হতাশ শাবানুর এবং তার পরিবারের সদস্যরা। তাঁর পরিবারের কথায়, “মাধ্যমিকের জন্য মাসের পর মাস প্রস্তুতি নিয়েছিল শাবনুর। এরকম একটি দুর্ভাগ্যজনক ঘটনার ফলে এবার পরীক্ষা দেওয়া হল না।”