নিউজ ডেস্ক: ইন্টারনেটের মাধ্যমে এসেছিল কাজের খবর। বাড়িতে বসে মাসে বেশ কিছু টাকা রোজগার করার আশায় বুক বেঁধেছিলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির যুবক স্বপন সরকার। দীর্ঘ দিন ধরেই তিনি হৃদরোগে আক্রান্ত। বাড়ি থেকে বিশেষ বের হতে পারেন না। তাই অভাব অনটনের মধ্য দিয়েই তাঁর দিন অতিবাহিত হয়। রোজগার বড়ানোর তাড়নায় ইন্টারনেটে দেওয়া ফোন নম্বরে তিনি যোগাযোগ করেন।
অভিযোগ, কাজের জন্য প্রথমে ৩০০ টাকা সেই সংস্থাকে প্রদান করেন স্বপন। এদিকে সোমবার ওই সংস্থা থেকে কিছু সামগ্রী তাঁর বাড়িতে আসার কথা ছিল। স্বপনের দাবি, তাঁকে জানানো হয়েছিল পাঠানো সামগ্রীগুলিকে সঠিকভাবে প্যাক করে পুনরায় সেই সংস্থায় পাঠাতে হবে। পরিবর্তে তাঁকে মাসে কিছু টাকা দেওয়া হবে। স্বপনের অভিযোগ, টাকা পাঠানোর পর ফের সাড়ে তিন হাজার টাকা সেই কোম্পানির তরফ থেকে চাওয়া হচ্ছে। কিন্তু এখনও বাড়িতে আসেনি সামগ্রী। পাশাপাশি, তাঁকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে সোমবারই তিনি ময়নাগুড়ির থানার দ্বারস্থ হয়েছেন।