নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বিলখিরিয়া থানার অন্তর্গত হরিপুরা গ্রামে রবিবার রাতে দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ৩ জনের মৃত্যু হয়েছে, অন্যদিকে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে , রবিবার সন্ধ্যায় দুই বন্ধু ভোপালের হরিপুরা গ্রামে বোনের বাড়ি থেকে রাতে বাড়ি আসার সময়ে তাঁদের বাইকের সঙ্গে আসা অপর একটি বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় কোনো বাইক আরোহী হেলমেট পরেননি, যার ফলে তাঁদের মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনার পর ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
পুলিশ আধিকারিক জানান, মৃতরা সকলেই রায়সেন জেলার তিকোড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, যা সড়ক নিরাপত্তার প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।