শুধুমাত্র প্রয়াগরাজেই নয়, আমাদের বাংলাতেও রয়েছে একটি কুম্ভ। প্রয়াগরাজের মতোই আমাদের রাজ্যের হুগলির ত্রিবেণীতে রয়েছে তিনটি নদীর সঙ্গম। যার জন্য একে দক্ষিণ প্রয়াগও বলা হয়। ৭০০ বছর আগে বঙ্গের এই ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হতো কুম্ভ এমনটাই দাবি মেলা কমিটির। চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস