নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ‘আক্রান্ত’ বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সম্পাদিকা সিরিয়া পারভিন। সোমবার রাতে তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। জানা গিয়েছে, গতকাল শিমুলিয়া এলাকায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়। সিরিয়ার সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে সোমবার রাতেই বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।