নিউজ ডেস্ক: জঙ্গলের বুক চিরে পরীক্ষার্থীদের নিয়ে ছুটছে ঐরাবত। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও একই ছবি। জয়ন্তী থেকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। বিভিন্ন বন বস্তি থেকে ছাত্র ছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ।বন দফতরের গাড়ি পেয়ে খুশি বন বস্তির বাসিন্দা থেকে ছাত্র ছাত্রী সকলেই।
সোমবার, মাধ্যমিক পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগে জঙ্গল ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে গজরাজ। গাড়ি থামিয়ে শুঁড় দিয়ে করতে থাকল খাবারের সন্ধান। খবরটি বন দফতরের কানে পৌঁছতেই বিন্দুমাত্র সময় না নষ্ট করে পৌঁছায় ঘটনাস্থলে। গাড়ির হুটার বাজিয়ে গজরাজকে পাঠানো হয় জঙ্গলে।