নিউজ ডেস্ক: দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজ নিজ ম্যাচে জয় পেল দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। সোমবার ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে এবং আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল, সেই ব্রাজিলই এখন বদলে গেছে। চূড়ান্ত পর্বে এসে তারা ৩ ম্যাচের ৩-টিতেই জয় পেল। মঙ্গলবার প্যারাগুয়েকে সহজেই হারিয়েছে তারা। এছাড়া চূড়ান্ত পর্বের ৩ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে আর্জেন্টিনাও।
এর ফলে নিজেদের তৃতীয় ম্যাচ জেতার জন্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গাও নিশ্চিত করল ব্রাজিল ও আর্জেন্টিনা। এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে চিলিতে হবে যুবদের বিশ্বকাপ। চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল প্রথম ৩ ম্যাচে জয় পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার জন্য টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে রয়েছে। ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই মীমাংসা হবে শিরোপার।