নিউজ ডেস্ক: মাধ্যমিকের প্রথম দিন বাইরে থেকে দেদার টুকলি সরবরাহের ঘটনার তদন্তে জলপাইগুড়ির বেলাকোবার কেবলপাড়া হাইস্কুলে গেলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্নশ্রী চক্রবর্তী। মঙ্গলবার সাতসকালেই ওই স্কুলে পৌঁছে যান তিনি। এদিন থেকেই ওই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় চেকিং করাও হচ্ছে। গেটে চেকিংয়ের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে আজও টুকলি পাওয়া যায়। স্কুলের শিক্ষকরা সেগুলি নিয়ে নেন। সতর্ক করে দেওয়া হয় ওই পরীক্ষার্থীদের।