নিউজ ডেস্ক: মাঘি পূর্ণিমার পুণ্যস্নান উপলক্ষ্যে বিপুল সংখ্যক পুণ্যার্থী আসতে শুরু করেছেন। মঙ্গলবার প্রয়াগরাজে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে, শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। এই ভিড় সামাল দিতে প্রস্তুত পুলিশ ও প্রশাসন। আগামীকাল মাঘি পূর্ণিমার আগে প্রয়াগরাজে ট্র্যাফিকের মসৃণ প্রবাহ নিশ্চিত করার জন্য নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রয়াগরাজ পুলিশ কমিশনার তরুণ গৌবা বলেছেন, “আমরা তীর্থযাত্রীদের একটি আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করছি। লখনউ, জৌনপুর, প্রতাপগড়, চিত্রকূট, রেওয়ানাসি সহ সমস্ত রুটে ট্র্যাফিক প্রবাহ মসৃণ৷”
তিনি আরও বলেছেন, “এখানে শহরের মধ্যে কোনও যানজট নেই। বিভিন্ন পার্কিং স্পটে যানবাহন পাঠানো হচ্ছে। মাঘি পূর্ণিমার আগে আজ থেকে মহাকুম্ভ মেলা এলাকা ‘নো ভেহিকল’ জোন থাকবে। আজ থেকে শহর ‘নো পার্কিং’ জোনে পরিণত হবে। কল্পবাসীদের জন্য আলাদা যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ভুলভাবে পার্ক করা যানবাহন ক্রেন দিয়ে তোলা হচ্ছে।”