নিউজ ডেস্ক: মেঘালয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর হাতে ধরা পড়েছেন তিন বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারী। তাদের মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলার অন্তর্গত আন্তর্জাতিক সীমান্তে আটক করেছেন বিএসএফ-এর কর্তব্যরত জওয়ানরা।
আজ মঙ্গলবার বিএসএফ-এর আধিকারিক সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার বিকালে সীমান্তরক্ষী বাহিনীর চতুর্থ ব্যাটালিয়নের সজাগ জওয়ানরা পূর্ব খাসিপাহাড় জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালান। অভিযানকালে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার চেষ্টা করতে গিলে বিএসএফ-এর জওয়ানরা তিন মহিলাকে আটক করেন।
বিএসএফ-এর আধিকারিক সূত্রটি জনিয়েছে, পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ধৃত তিন বাংলাদেশি মহিলাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।