নিউজ ডেস্ক: এমটেকের ছাত্রীর “আত্মহত্যা”র ঘটনার পর মঙ্গলবারও পরিস্থিতি উত্তপ্ত মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এ। শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই রয়েছেন। গেট বন্ধ করে রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের দাবি, যে ঘটনা ঘটেছে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে এবং পদত্যাগ করতে হবে। ম্যাকাউট-এ এদিনের জন্য ইন্টারনাল সমস্ত পরীক্ষা বন্ধ করা হয়েছে৷ জানা গেছে, এদিনই ময়নাতদন্ত হবে ওই মৃত ছাত্রীর৷
জানা গিয়েছে, সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দেন বছর চব্বিশের ওই ছাত্রী। ওইদিন থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এমটেকের পরীক্ষা। মৃত ছাত্রী প্রথম বর্ষে পড়তেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর দাবি, পরীক্ষা হলে টুকলি করতে গিয়ে ধরা পড়ে যান ওই ছাত্রী। তাঁর খাতা নিয়ে নেওয়া হয়। সম্ভবত সেই হতাশা থেকেই সে ছাদ থেকে ঝাঁপ দেয়। যদিও পড়ুয়াদের একাংশ বিশ্ববিদ্যালয়ের এই বক্তব্যের সঙ্গে সহমত নন। তাঁরা পাল্টা প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে। সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে সকলের নজর এড়িযে ছাদে উঠল ছাত্রী? নাকি ছাত্রীর আত্মহত্যার নেপথ্যে অন্য রহস্য? প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ। পড়ুয়ার মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। সোমবারের পর ফের মঙ্গলবারও পরিস্থিতি উত্তপ্ত সেখানে।