নিউজ ডেস্ক: ভোপালের ইটখেড়ি এলাকায় এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত ব্যক্তির নাম তখত সিং জাট (৩৬) , যিনি রায়পুরের বাসিন্দা এবং পেশায় কৃষক।
পরিবার সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে মানসিক চাপে ভুগছিলেন তিনি এবং তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে তার আগেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
এক পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার রাতে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।