নিউজ ডেস্ক: রাজ্য বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা করা হল। ‘নদীবন্ধন’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য ৪৬৬.২৬ কোটি টাকা বরাদ্দ করা হল। পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য বরাদ্দ করা হল ৭৫৬.৮ কোটি টাকা। নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ। পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না পেলে যে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজেই করবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল।