নিউজ ডেস্ক: প্রত্যাশা ছিলই, আর তা পূরণ করে দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করলেন তিনি। এর ফলে তা বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ। চন্দ্রিম জানিয়েছেন ১ এপ্রিল থেকে বর্ধিত হাতে ডিএ কার্যকর হবে।
বুধবার বিকেলে বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন, সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানো হবে। পাশাপাশি ৭০ হাজার আশা কর্মীদের স্মার্ট ফোন দেওয়া হবে বলেও জানিয়েছেন চন্দ্রিমা।