নিউজ ডেস্ক: বিশ্বমানের সুবিধায় সেজে উঠবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। এমনটাই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের উদ্যোগে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে বিশ্বমানের সুবিধার সঙ্গে সাজিয়ে তোলা হবে। এ প্রসঙ্গে বুধবার হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক-এর সেক্রেটারি সম্রাট সান্যাল বলেছেন, “কাজ চলছে এবং আমরা খুশি যে উত্তর-পূর্ব রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশনকে সর্বোত্তম সুযোগ-সুবিধা-সহ আপগ্রেড করা হচ্ছে। আমরা আশা করি কাজ শীঘ্রই শেষ হবে, কারণ প্রতিটি কাজের একটি সময়সীমা থাকা উচিত। এই আপগ্রেডটি পর্যটকদের সাহায্য করবে এবং তাদের আরও ভালো সুযোগ-সুবিধা প্রদান করবে। আমরা আরও আশা করি, নির্মাণ শেষ হওয়ার পরে, পশ্চিম এবং দক্ষিণ ভারতে আরও ভাল সংযোগের জন্য আরও ট্রেন উপলব্ধ করা হবে।