নিউজ ডেস্ক: সায়ন্তন ঘোষালের হাত ধরে এক মায়ের কঠিন লড়াইয়ের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলবে ‘অশনি’। কলকাতার প্রেক্ষাপটে এক বাঘিনী মায়ের গল্প বুনেছেন পরিচালক। যেখানে দেখা যাবে বিশ্বাসঘাতকদের শত ষড়যন্ত্রের মাঝেও কীভাবে মেয়েকে নিয়ে বেঁচে রয়েছে পূর্বা ওরফে স্বস্তিকা?
স্বস্তিকার মেয়ের ভূমিকায় থাকছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন প্রান্তে ‘অশনি’র শুটিং হয়েছে। সিনেমায় স্বস্তিকা এবং দিতিপ্রিয়া ছাড়াও কাস্টিংয়ে চমক রয়েছে! অভিনয় করেছেন শিলাজিৎ, সত্যম ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী-সহ অনেকে। গল্প এবং চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক তথা চিকিৎসক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীতের দায়িত্বে রানা মজুমদার। সব ঠিক থাকলে পঁচিশ সালের মাঝামাঝি মুক্তি পাবে ‘অশনি’।