নিউজ ডেস্ক: কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক ইন্টার্নের রহস্য মৃত্যু। একটি ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ।
জানা গেছে, মেডিক্যাল কলেজের একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বছর ২৬ এর কিশান কুমার নামে এক যুবকের। তিনি বেগুসরাইয়ের বাসিন্দা। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। এই মৃত্যু ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনও সুইসাইড নোট মেলেনি। কী কারণে এমন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।