নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগরে এটিএম ভেঙে লুটের চেষ্টা করলো দুষ্কৃতীরা। অভিযোগ, রাতের অন্ধকারে এটিএমে ঢুকে প্রথমে সিসি ক্যামেরায় কালি লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। তারপর লুটের চেষ্টা করা হয়। তবে এটিএম খুলতে না পেরে ভাঙচুর করে চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে পুলিশ সকালে সেখানে পৌঁছে খতিয়ে দেখে।