নিউজ ডেস্ক: শ্রীভূমি জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক কন্ট্রোল রুম গঠন এবং নোডাল অফিসার নিয়োগ করে আধিকারিক ও কর্মচারীদের দায়িত্ব সমঝে দিয়েছেন।
আজ বৃহস্পতিবার জেলা জনসংযোগ দফতর থেকে এ খবর জানানো হয়েছে। জানানো হয়েছে, রাজ্যের শিক্ষা বিভাগের নির্দেশনা অনুসারে গঠনকৃত ওই কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যালয়সমূহের পরিদর্শক কার্যালয়ের জ্যেষ্ঠ সহায়ক দেবাশিস দে (৯৪০১১৩০৫৬০), করিমগঞ্জ কলেজের কনিষ্ঠ সহায়ক সুনন্দা পাল (৯৯৫৪৭৭০৮৯০) এবং সমগ্র শিক্ষা অভিযানের ইলেক্ট্রনিক ডাটা প্রসেসর পিথুরঞ্জন নাথকে (৭০০২১৫৪৮৮৭)।
এছাড়া তিন আধিকারিককে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা যথাক্রমে বিদ্যালয়সমূহের পরিদর্শক কার্যালয়ের প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অফিসার অসিত দত্ত (৯৪৩৫০৭৬৮৬৯), করিমগঞ্জ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. বিশ্বজিৎ দেব (৯৯৫৭৫৭৬৩০২) এবং সমগ্র শিক্ষার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ড. কেএইচ সঞ্জীব কুমার সিংকে (৯৪৩৫৫৮৮৯৪২)।