নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে রেল অবরোধ! ফরাক্কার সাঁকোপাড়া হল্টকে পূর্ণাঙ্গ স্টেশন করার দাবি তুলে রেল অবরোধ করলেন বাসিন্দারা। এই স্টেশনে হাওড়া-কাটিহার এক্সপ্রেসের স্টপেজের দাবি করছেন স্থানীয়রা। প্রায় হাজারখানেক মানুষ শুক্রবার সকালে স্টেশন চত্বরে জড়ো হয়। রেলের কর্তা ও আরপিএফ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে তাঁরা রেললাইনে বসে পড়েন। অবরোধে আটকে রয়েছে মালগাড়ি। এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে রেল কর্তারা। ট্রেন পরিষেবা বিপর্যস্ত হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।