নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার অন্তর্গত উত্তর থানার ঝলকারি নগরে স্বামীর মৃত্যুশোক সহ্য করতে না পেরে স্ত্রী শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার লিভারের সংক্রমণে ঝলকারি নগরের বাসিন্দা রূপেশ বাঘেলের মৃত্যু হয়। পরিবারের লোকজন সেদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন।
স্বামীর মৃত্যুর পর থেকেই রূপেশের স্ত্রী রীনা শোকে ভেঙে পড়েন। শুক্রবার পরিবারের সদস্যরা অস্থি সংগ্রহ করতে যাওয়ার পর তিনি আত্মহত্যা করেন। পরিবারের লোকজন ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।