নিউজ ডেস্ক: গুজরাটের কচ্ছ জেলায় ভয়াবহ আগুন লাগল একটি টেক্সটাইল উৎপাদন কোম্পানিতে। শুক্রবার কচ্ছের গান্ধীধামের কান্দলা স্পেশাল ইকনমিক জোনে আগুন লাগে। ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। তবে, আগুন এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে, আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।