নিউজ ডেস্ক: হরিয়ানার কার্নালে দুর্ঘটনার কবলে পড়ল হরিয়ানা বিজেপির সভাপতি মোহন লাল বাদোলির কনভয়ে থাকা একটি গাড়ি। সেনার গাড়ির সঙ্গে বাদোলির কনভয়ে থাকা একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি তুবড়ে যায়। তবে, কেউ হতাহত হননি। বিজেপি করণ কমল অফিসে যাওয়ার পথে, শুক্রবার হরিয়ানা বিজেপির সভাপতি মোহন লাল বাদোলির কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
এই দুর্ঘটনা প্রসঙ্গে হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি মোহন লাল বাদোলি বলেছেন, “কেউ হতাহত হয়নি। এটি একটি সেনাবাহিনীর গাড়ি এবং একটি প্রাইভেট গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে।” তবে, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে কনভয়ে থাকা গাড়িটি তুবড়ে গিয়েছে।