নিউজ ডেস্ক: পরীক্ষার ভীতি কাটাতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিনয় করলেন আধ্যাত্মিক গুরু ও ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জগ্গি বাসুদেব। শনিবার পরীক্ষা পে চর্চার একটি এপিসোডে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় জগ্গি বাসুদেব বলেছেন, “আপনাদের পাঠ্যপুস্তক আপনাদের বুদ্ধিমত্তার জন্য মোটেও চ্যালেঞ্জ নয়, আপনি যেই হোন না কেন। আপনি এখনও পর্যন্ত স্কুলে ভাল না করলেও, আমি এখনও আপনার বুদ্ধিমত্তার জন্য আপনাকে বলছি পাঠ্যপুস্তকগুলি কোনও চ্যালেঞ্জ নয়। আপনি অপ্রয়োজনীয়ভাবে একটি নির্দিষ্ট উপায়ে পাঠ্যপুস্তকের কাছে গিয়ে নিজের জন্য এটিকে কঠিন করে তুলছেন। আপনার পাঠ্যবইকে খেলায় পরিণত করুন। আপনি কেন খেলার ছলে শিখতে পারবেন না? আপনি যদি খেলায় পরিণত করতে পারেন, তবে আপনার পাঠ্যপুস্তক মোটেও চ্যালেঞ্জ নয়।”
সদগুরু জগ্গি বাসুদেব আরও বলেছেন, “একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার একটি সক্রিয় গতিশীল বুদ্ধি আছে। একবারও ভাববেন না, আমি কি এই ব্যক্তির মতো বুদ্ধিমান নাকি ওই ব্যক্তির মতো? এমন কিছু নেই… প্রত্যেকেই ঝকঝকে করতে পারে এবং এমন কিছু করতে পারে যা অন্যরা কল্পনাও করতে পারে না। বুদ্ধিমত্তা জীবনের অভিজ্ঞতার গভীরতা তৈরি করে। আপনি যত বেশি আপনার বুদ্ধিমত্তা সক্রিয় করবেন, আপনি যা দেখছেন তার সব কিছুতে আপনার তত বেশি গ্রহণযোগ্যতা থাকবে।”