নিউজ ডেস্ক: ধুবড়ি জেলার অন্তর্গত তামারহাটে প্রতাপগঞ্জ এলাকায় সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় আহত হয়েছেন তিন মহিলা সহ সাত অটো যাত্রী। দুর্ঘটনাটি আজ শনিবার সকালে প্ৰতাপগঞ্জে নিৰ্মীয়মাণ ১২৭ (বি) জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। আহতরা তামারহাটের দফরপুর গ্রামের বাসিন্দা আমির আলি, সাহিনুর আলি, সামিদা বেওয়া, নুর ইসলাম, আসিরুন বিবি, আরফান আলি এবং মমতা বিবি।
স্থানীয় জনতা তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে মটেরঝাড়ে অবস্থিত আদর্শ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু আদর্শ হাসপাতালের কর্তব্যরত সংকটজনক বলে আহত সকলকে ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেটারি চালিত অটো রিকশাটির রেজিস্ট্রেশন নেই। দুর্ঘটনাগ্রস্ত অটোকে বাজেয়াপ্ত করেছে তামারহাট থানার পুলিশ।