নিউজ ডেস্ক: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে মনোমালিন্য। বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলো নবম শ্রেণির এক ছাত্রী। পরে জলপাইগুড়ি মেডিক্যালে মৃত্যু হয় তাঁর। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জের সহদেবভিটায় ঘটেছে এই ঘটনাটি। যার ফলে এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। শনিবার দুপুরে ওই ছাত্রীর মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। স্থানীয় সূত্রের খবর, কোনও এক কারণে মন খারাপ ছিল ওই ছাত্রীর। সে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, পরে মৃত্যুও হয়।