নিউজ ডেস্ক: বিজেপির বনগাঁ উত্তরের বিধায়ক স্বপন মজুমদারের গাড়ির ধাক্কায় জখম ৩ বাইক আরোহী। তারপরেই এলাকাবাসীরা বিধায়কের গাড়ি আটকে রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভ দেখান। শনিবার ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহ থানার ঘেটুগাছির নেকরগাছিতে।
অবরোধকারীদের অভিযোগ, বিধায়কের গাড়িটি অত্যন্ত জোরে আসছিল। বাম্পার থাকলেও তা মানেনি। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার ও চাকদহ থানার পুলিশ। আলোচনার পর অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।