নিউজ ডেস্ক: অঙ্ক পরীক্ষার আগে সাপের ছোবলে জখম হয়েছে পশ্চিম মেদিনীপুরের এক মাধ্যমিক পরীক্ষার্থী। অদম্য জেদে, শনিবার হাসপাতালের শয্যায় বসে পরীক্ষা দিয়েছে জ্যোতির্ময় জানা।
পশ্চিম মেদিনীপুরের বেলদার সুশীনদা এলাকার মাধ্যমিক পরীক্ষার্থী জ্যোতির্ময় বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র। বড়মোহনপুর হাই স্কুলে তার পরীক্ষাকেন্দ্র পড়েছে। পরিবার সূত্রের খবর, শুক্রবার বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল জ্যোতির্ময়। সেই সময়ে একটি সাপ তার পায়ে ছোবল মারে। পরিবারের লোকজন তড়িঘড়ি ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে নিয়ে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যায়। ভর্তি করানো হয় তাকে। শনিবার হাসপাতালে শয্যায় বসে পরীক্ষা দেয় জ্যোতির্ময়।