নিউজ ডেস্ক: বাংলা সঙ্গীতজগতে নক্ষত্রপতন। শনিবার প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া বাংলা সঙ্গীতদুনিয়ায়। শ্রদ্ধাজ্ঞাপনের জন্য প্রয়াত শিল্পীর মরদেহ এদিন শায়িত ছিল রবীন্দ্র সদনে। এসএসকেএম হাসপাতাল থেকে তাঁর মরদেহ সরাসরি রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় এদিন। সেখানে সঙ্গীত অনুরাগীদের ভিড় জমে। বেলা যত বাড়তে থাকে তত মানুষের ঢল বাড়ে।