নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে দুর্ঘটনায় মৃত্যু হল একটি চার বছরের শিশুর। জখম হয়েছেন ওই শিশুর মা। বহরমপুর-সুলতানপুর রাজ্য সড়কের ওপর কান্দি থানার অন্তর্গত জীবন্তিতে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা ওই রাস্তা কিছুক্ষণের জন্য অবরোধ করেন। কান্দি থানার পুলিশ শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিশুর মা জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।