নিউজ ডেস্ক: সোমবার সকালে শ্রীনগরের শালটেং এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান, স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহটি দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।