নিউজ ডেস্ক: উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি। বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে সোমবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বদলীয় বৈঠকের পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুরেশ খান্নাও। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বিধান ভবনের প্রধান ফটক ও ম্যুরাল উদ্বোধন করেন।
মন্ত্রী সুরেশ খান্না বলেছেন, “২০ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। আগামীকাল রাজ্যপালের ভাষণ, ১৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলবে। আমরা চাই বিরোধীরা অধিবেশনের সুষ্ঠু পরিচালনায় সমর্থন করুক। সরকার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।”