নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ ভারতের জাল টাকার আশঙ্কা নিয়ে সতর্ক করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “একটি বাংলা ইউটিউব চ্যানেল জানিয়েছে যে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত দিয়ে ১৮০০ কোটি টাকার জাল ভারতীয় মুদ্রা ভারতে পাচারের অপেক্ষায় রয়েছে। দাউদ ইব্রাহিমের ভাই আনিসের ছাপাখানা থেকে এগুলো তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
যদি সত্য হয়, তাহলে দয়া করে ব্যবস্থা নিন এবং সাধারণ জনগণকে যথাযথভাবে পরামর্শ দিন।” অমিত শাহর অফিস, কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের যোগসূত্রকেও তথাগতবাবু বিষয়টি জানিয়েছেন।